বারাকাত বিডির নতুন পথে যাত্রা শুরু
বারাকাত বিডি ও সুলতান লেদারের উদ্যোগে ‘চামড়া শিল্পের উন্নয়ন দেশীয় চামড়াজাত পণ্যের বিকাশ ও সমকালীন অর্থনৈতিক বিষয়ক সেমিনার-২০২৪’ এবং সুলতান লেদারের ই-কমার্স ওয়েবসাইট ‘সুলতান এক্সপ্রেস.কম.বিডি’র শুভ উদ্বোধন হয়েছে।
৩০ নভেম্বর (শনিবার) রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম সুলতান এক্সপ্রেসের সূচনা করলো কোম্পানিটি।
মাওলানা মাহবুবুল হকের সভাপতিত্বে ও মুহিব ইমতিয়াজের সঞ্চালনায় সেমিনারের শুরুতে শুভেচ্ছা দেন বারাকাত বিডি ও সুলতান লেদারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. মুফাজ্জল ইবনে মাহফুজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আব্দুর রউফ বলেন, অতীতেও দেখা গিয়েছে দেশের সম্ভাবনা জাগানো শিল্পগুলো রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিদেশীদের কাছে হস্তান্তর করতে হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মুনির হোসাইন কাসেমী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, ইসলামি আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, মিশন শিক্ষা পরিবারের প্রিন্সিপাল প্রফেসর মো. হুমায়ুন কবীর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের।
সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি কামরাঙ্গীচরের সভাপতি আবুল বাশার, বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফেকচারারের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ চামড়া দ্রব্য প্রস্তুতকারক সমিতির সভাপতি হাজি আবু হানিফ, ইশাতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও সুলতান লেদার এর বিভাগীয় প্রতিনিধিরা।
এ ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় কারিকুলাম বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ ফরহাদুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, ঢাকাস্থ চাঁদপুর উলামা পরিষদের সদস্য সচিব মাওলানা নেয়ামত উল্লাহ আমিনী, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান লেখক, গবেষক ও সাংবাদিক মিরাজ রহমান, ইনসাফ ২৪-এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন এজিং পার্টনার অ্যাডভান্স টেকনোলজির সত্ত্বাধিকারি ইঞ্জিনিয়ার মো: সোলায়মান।
সেমিনারে অতিথিরা চামড়া শিল্পের বিকাশে করণীয়, অর্থনৈতিক উন্নয়নে চামড়া শিল্পের ভূমিকা ও সিন্ডিকেটের দৌরাত্ম ইত্যাদি বিষয়ে কথা বলেন।
আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে ব্যবসা প্রসারের জন্যে প্রথাগত ব্যবসার পাশাপাশি অলনাইনকে বেছে নিয়েছেন বারাকাত এক্সপ্রেসের প্রতিষ্ঠিতা মোহাম্মদ মোফাজ্জল ইবনে মাহফুজ। খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া বারাকাত বিডির পণ্য পাওয়া যায় দেশের প্রায় সব জেলায় ও সাড়ে চারশ উপজেলায়।
কম মূল্যে গুণগত মান বজায় রাখায় ক্রেতার চাহিদা রয়েছে বারাকাত বিডির পণ্যের প্রতি।
এবার ক্রেতার সর্বোচ্চ চাহিদা পূরণে অনলাইনেও পাওয়া যাবে পণ্যগুলো। সুলতান লেদার এর ই-কমার্স প্ল্যাটফর্ম সুলতান এক্সপ্রেস.কম.বিডি. বারাকাত বিডি এর উল্লেখযোগ্য পণ্যের মধ্যে চামড়ার তৈরি জুতার পাশাপাশি রয়েছে সুগন্ধি আতরও।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আরো খবর পড়ুন ।