বিগত কিছুদিন ধরেই বিটাউনে শোনা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসার ভাঙতে চলেছে। এই হেভিওয়েট তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় চলছে বলিউডে। নতুন খবর হচ্ছে, অভিষেক সম্ভবত ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন সংসার পাততে যাচ্ছেন এবং বচ্চন পরিবার থেকে আলাদা হতে চান।
বিচ্ছেদের জল্পনার মধ্যে মুম্বাইয়ে একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক। নেটিজেনরা মনে করছেন, এটি হয়তো জীবনের নতুন অধ্যায় শুরুর লক্ষণ। প্রতিবেদন অনুযায়ী, অভিষেকের নতুন অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের জলসার কাছাকাছি, এবং এখানে থেকে সমুদ্র সৈকতের চমৎকার দৃশ্য দেখা যায়। এই ৪৮৯৪ বর্গফুটের ফ্ল্যাটের জন্য অভিষেক ব্যয় করেছেন ১৫ কোটি রুপি।
অভিষেকের নতুন অ্যাপার্টমেন্ট কেনার খবর সামনে আসার পর প্রশ্ন উঠেছে, কেন বিচ্ছেদের জল্পনায় তিনি নতুন বাড়ি কিনলেন? কি তিনি ঐশ্বরিয়া ও আরাধ্যাকে নিয়ে এখানে নতুন সংসার সাজাতে চান? শোনা যাচ্ছে, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের কারণে ঐশ্বরিয়া বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তবে অভিষেক নতুন বাড়িতে কবে উঠবেন বা স্ত্রী-সন্তানের সঙ্গে উঠবেন কিনা, এসব বিষয়ে কোনও মন্তব্য করেননি।
অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে আলোচনা হলেও বচ্চন পরিবার এ বিষয়ে কিছুই বলেনি, ফলে সম্পর্কের অবস্থান নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। জুলাইয়ে ঐশ্বরিয়া এক রেড কার্পেট ইভেন্টে একা উপস্থিত হওয়ার পর গুঞ্জন আরও বাড়ে। সম্প্রতি, দুবাই বিমানবন্দরে অ্যাশের আঙুলে বিয়ের আংটি দেখা না যাওয়ায় বিচ্ছেদের খবর আরও জোরালো হয়েছে। এছাড়া, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও মেয়েকে নিয়ে আলাদাভাবে রেড কার্পেটে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। অভিষেক পরে জানান, তাদের বিচ্ছেদের খবর মূলত গুঞ্জন।