একের পর এক অদ্ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন অভিনেতা জায়েদ খান।সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে নিয়ে চলে তুমুল আলোচনা। তবে কিছুদন আগেই জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ নামের সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে সুখবর দিয়েছিলেন তিনি।
এবার ঢাকাই সিনেমার আলোচিত জায়েদ খান আবারও সুখবর দিলেন।নতুন বছরে একটি নতুন গাড়ি কিনেছেন জায়েদ খান।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে খবরটি জানান অভিনেতা।
টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি ২০২৩ সালের মডেল। গত ১০ জানুয়ারি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন তিনি। তবে এখনো গাড়িটি ব্যবহার করতে পারছেন না এই অভিনেতা।
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘গাড়িটি শোরুমেই আছে।এখনো গাড়ির নম্বর হাতে পাইনি বলে ব্যবহার করছি না। আশা করছি খুব শিগগিরই কাগজপত্র সব হাতে পাব।’