স্মরণকালের ভয়াবহতম বন্যায় দেশজুড়ে মানুষ বিপর্যস্ত। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। এই মানবিক সংকটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ।
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও রয়েছেন।
নতুন বাংলাদেশ তাকে আশান্বিত করছে। মিমের মতে, এভাবে সবাই এক হয়ে মানুষের পাশে থাকলে দেশ অনেকদূর এগিয়ে যাবে।
এ বিষয়ে মিম বলেন, “নতুন বাংলাদেশ সবাইকে শক্তিশালী করে তুলছে। আমার মনে হয়, এখন আর কেউ একা অনুভব করবে না। আমরা কেউই এখন আর একা নই। এই একতাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।”
এমএ//