বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। গেলো তিন দশক ধরে দাপুটের সঙ্গে কাজ করছেন হিন্দি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। এবার নতুন ব্যবসায় বিনিয়োগ করছেন ভাইজান। আগামী বছরের শুরু থেকেই নতুন ব্যবসায়িক কার্যক্রম শুরু করবেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, দেশে ভালো একক পর্দার থিয়েটারের অভাব রয়েছে। তাই অনেক দিন ধরেই পরিকল্পনা করছি সিনেমা হল তৈরির। যদিও এটি একটা দীর্ঘ প্রক্রিয়া। সরকারের অনুমতি নিতে হবে, জমির বন্দোবস্ত করতে হবে, স্ট্রাকচার বানাতে হবে, কর্মী নিয়োগ করতে হবে, আরও অনেক কিছু। তবে আমি প্রস্তুত। ধীরে ধীরে কাজ করব।’
সালমান আরো বলেন‘করোনা মহামারির সময় দেশের বহু সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে। যদিও এখন ধীরে ধীরে ব্যবসায় ফিরছে সিনেমা হলগুলো। এ জন্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে। হলের সংখ্যাটা বাড়লে সিনেমা ব্যবসাও বাড়বে।’