চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম উপাচার্য হিসেবে ঘোষণা করা হয়।
মুহাম্মদ ইয়াহিয়া আখতার একজন বিশিষ্ট গবেষক, যিনি ১৯৮২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন।
শিক্ষার্থী বান্ধব ভিসি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের চলমান কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে মেইন গেটের তালা খুলে দিয়েছেন।