তাপসী পান্নু নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা টু’ দিয়ে আলোচনায় আসার পর এবার তিনি ‘গান্ধারী’ নামে একটি নতুন সিনেমা নিয়ে আসছেন, যা তৈরি হবে নেটফ্লিক্সের জন্য।
নেটফ্লিক্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘গান্ধারী’ মা ও সন্তানের ভালোবাসার গল্প নিয়ে তৈরি হবে। সিনেমায় তাপসী তার সন্তানকে রক্ষার জন্য একটি মিশনে নামবেন। সিনেমাটি নির্মাণ করবেন দেবাশীষ মাখিজা, আর চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন কণিকা।
অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার ঘোষণা তাপসীর ভক্তদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। কেউ লিখেছেন, “তাপসীর অভিনয় অসাধারণ, তার জন্যই সিনেমাটি দেখব।” আরেকজন বলেছেন, “অ্যাকশনধর্মী চরিত্রে তাপসীকে দেখার অপেক্ষায় আছি।”