রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শেখ রাসেল মডেল স্কুল এবং বিশ্ববিদ্যালয় স্কুলের নবম শ্রেণিতে দুই স্কুল সমন্বয়ের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বুধবার (১১ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেইটে মানববন্ধন থেকে এসব দাবি জানান তারা।
তাদের দাবি না মানা হলে তারা আরো কঠোর অবস্থানে আন্দোলনের হুশিয়ারি করেন।
মানববন্ধনে তারা বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটি স্কুল এবং কলেজ আছে যার মধ্যে একটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, আরেকটি শেখ রাসেল মডেল স্কুল এন্ড কলেজ। দীর্ঘ ২০ বছর ধরে শেখ রাসেল স্কুলের যাত্রা।শেখ রাসেলের বিগত ৩,৪ বছরের সিস্টেম হলো অষ্টম শ্রেণী পাস করার পর বিশ্ববিদ্যালয় স্কুলে ট্রান্সফার করা। কিন্তু এইবার নাকি ট্রান্সফার করা যাবেনা। ১মাস আগে শিক্ষার্থীদের এই নোটিশ দেওয়া হয় যখন কোথাও তাদের ভর্তি হওয়ার সুযোগ নেই। ৫ আগস্ট এর ঘটনার পর শেখ রাসেল মডেল স্কুলকে অনেক ভাঙচুর করা হয়।যার ফলে তারা প্রতিহিংসার রাজনীতিতে পড়ে যাচ্ছে। তাদের দাবি অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ভর্তিচ্ছু ৬০ জন শিক্ষার্থীকে শেখ রাসেল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে দেওয়া হোক।
সার্বিক বিষয়ে রাবির আইইআর-এর পরিচালক অধ্যাপক ড. আলপনা আকতার বানু বলেন, আন্দোলনকারীরা আমার কাছে লিখিতভাবে কোনো দাবি জানননি। সম্ভবত উপাচার্য স্যারের কাছে একটা লিখিত দাবি জানিয়েছেন। গণতান্ত্রিক দেশে যেকেউ যেকোনো বৈধ দাবি করতেই পারে। কিন্তু বাস্তবতাটাওতো বুঝতে হবে। রাবি স্কুলে এমনিতেই অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি হয়ে আছে। তার উপরে আবার আরেকটা স্কুলের শিক্ষার্থী কিভাবে নিবে তাঁরা?