নারায়ণগঞ্জে দখলদারদের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলায় অন্তত ২০ কর্মী আহত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ভুলতা ইউনিয়নের গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, “ দখলদারদের বিরুদ্ধে একটি মিছিল করি আমরা। মিছিলটি গাউছিয়া এলাকায় পৌঁছলে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা করে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর এবং লুটপাট করে।”
হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে ছাত্রদলের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছে বলেও জানান তারা।
ঘটনার নিন্দা জানিয়ে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু বলেন,
“সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। ভবিষ্যতে আবারও এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ছাত্রদল এর উচিত জবাব দেবে।”
- উল্লেখ্য, এই ঘটনার ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, “ছাত্রদলের মিছিলে হামলা হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয় নি।”
বিএন