স্থানীয়রা খবর পেয়ে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করে। এতে ছিনতাইকারীরা পালানোর সময় এলাকাবাসীর হাতে এক ছিনতাইকারী আটক হন।
চুরি-ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিয়ে ছিনতাইকারীকে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ হাবুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাবুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত ছিনতাইকারী হাবিবুর রহমান হাবু দুই নাম্বার বাবুরাইল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।