নারীদের অজ্ঞান করে নীল সিনেমার শুটিং করার অভিযোগে একটি চক্র ভারতের বারসাতে ধরা পড়েছে। বছরখানেক আগে এই চক্রের কার্যকলাপ প্রকাশিত হয়েছিল, যেখানে নারীদের সিনেমায় কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন কাজে বাধ্য করা হচ্ছিল।
সম্প্রতি আদালত সেই মামলায় গ্রেপ্তার হওয়া ৬ জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অভিযোগে বলা হয়, ২০২১ সালে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে একাধিক নারীকে ফাঁদে ফেলা হয় এবং তাদেরকে বাধ্য করা হয় নীল ছবিতে কাজ করতে।
আরও জানা গেছে, কেউ রাজি না হলে তাদেরকে মাদক খাইয়ে অজ্ঞান করে পর্ন ফিল্মের শুটিংয়ে বাধ্য করা হতো। পরে সেই ভিডিও দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা হত।
উত্তর চব্বিশ পরগনা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, নিউটাউন এবং বকখালির নারীরা এই চক্রের শিকার হয়েছেন। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয় এবং অভিযুক্তরা গ্রেপ্তার হন। চলতি সপ্তাহে বারাসাত আদালতের বিচারপতি তাদের দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।