উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে অত্যন্ত কঠোর শাসক হিসেবে বিবেচনা করা হলেও একটি ভিডিও সামনে এসেছে, যেটিতে একেবারে ভিন্নরূপে ধরা দিয়েছেন তিনি। সেখানে কিমকে কাঁদতে দেখা গেছে। উত্তর কোরিয়ায় জন্ম হার কমে যাওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছেন কোরিয়ান প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলতে যেয়ে তিনি অনেকটা আবেগ তাড়িত হয়ে যান। আবেগী অবস্থায় দেশের নারীদের আরও সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রধান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিম জং উনের কান্না করার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে কিম নিচের দিকে তাকিয়ে আছেন। আর এ সময় তাকে দেখা গেছে খুবই বিষণ্ণ। ওই অনুষ্ঠানে আগতরা কিমের এই অবস্থা দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার মায়েদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কিম বলেন, সন্তান পালন করা গৃহস্থলি কাজের অংশ। মায়েদের উচিত আরও অধিক সন্তান নেওয়া।
ওই অনুষ্ঠানে কিম জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান। কিম বলেন, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক কঠিন সময় পার করতে হয়। তবে আমি সব সময় মায়েদের কথা চিন্তা করি।
জাতিসংঘের পরিসংখ্যান বলছে যে, উত্তর কোরিয়ার জন্মহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৩ সাল নাগাদ উত্তর কোরিয়ায় মা প্রতি সন্তানের গড় সংখ্যা ছিল ১.৮। উত্তর কোরিয়ার মতো তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়াতেও জন্মহার ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রজনন হার বিশ্বে সবচেয়ে কম। জন্মহার হ্রাসের প্রধান কারণ হল উচ্চ বিদ্যালয়ের ফি, শিশুদের যত্ন নিতে অক্ষমতা এবং পুরুষ কেন্দ্রিক কর্পোরেট সমাজ।