আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ণ এবং হত্যার ঘটনায় রাস্তায় নেমে এসেছেন স্বয়ং রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ গুরুত্বপূণূ মিডিয়া ও চলচ্চিত্র কর্মীরা। বলিউডের তারকারাও নিন্দা জানিয়েছেন। সবার কণ্ঠে এক সুর, ‘বিচার চাই’। চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাওয়া মেকআপ আর্টিস্ট সোমনাথ কণ্ডু তাঁর পুরস্কার উৎসর্গ করেছেন নিহত চিকিৎসককে।
এ ঘটনার প্রতিবাদে নারী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, টুইঙ্কেল খান্না, আয়ষ্মান খুরানা, হৃতিক রোশন, , কারিনা কাপুর, মোহাম্মদ সিরাজ প্রমুখ,
আলিয়া ভাট, জসপ্রীত বুমরা।
এই নারী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয় ৯ আগস্ট ভোরে। আরজি কর হাসপাতালের চারতলায় দায়িত্বপালন শেষে সেমিনারকক্ষে বিশ্রাম নিয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েটপড়ুয়া নারী চিকিৎসক। সেখানে সকালে তাঁর মরদেহ পাওয়া যায়। যাতে অবর্ণণীয় অত্যাচারের চিহ্ন পাওয়া গিয়েছে।