টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার ফিন অ্যালেনের ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ২২৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে সায়েম আইয়ুবের উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে প্রথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান। ২৪ রানে ফেরে রিজওয়ান। বাবর হাঁকান ফিফটি (৫৮), কিন্তু সেটা দলের জয়ে ভূমিকা রাখতে পারেনি। শেষের দিকে মোহাম্মদ নওয়াজ করেন ১৫ বলে ২৮ রান।
২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৭৯ রান । ৪৫ রানের জয় পায় স্বাগতিকরা।