স্পোর্টস ডেস্ক
গত ১৬ বছরের ইতিহাসে ১৮টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি তে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিংবা দেশসেরা ওপেনার তামিম ইকবাল যেটা পারেননি সেটা করে দেখিয়েছেন কিছুদিন আগে নেতৃত্ব পাওয়া শান্ত। তার নেতৃত্বে পেসারদের দাপটে সাদা বলের ক্রিকেটে প্রথমবার কিউই দুর্গ জয় করলো বাংলাদেশ। ইতিহাস গড়ার পেছনে বড় কৃতিত্বটা অবশ্য টাইগার পেসারদেরও।
শনিবার (২৩ ডিসেম্বর) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। ৯৯ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৪.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।
টাইগার পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে উইকেট। ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শান্ত।
ওভারের হিসেবে এটি টাইগারদের তৃতীয় বড় জয়। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮.১ ওভার হাতে রেখে আর আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি বছরের মার্চে ৩৬.৫ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।