কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি জাদুঘরের অপর পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থী হলেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কে. এম. সাদমান রহমান সাবাব। তাঁর স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুরে। বাকি দুইজন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের দুজনের বাড়ি বগুড়ায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন। সকালে হিমছড়ি বীচে নেমে নিখোঁজ হন।
তাদের সাথে ঘুরতে যাওয়া সহপাঠী ফারহান বলেন, শুরুতে আমাদের কারোরই বীচে নামার ইচ্ছে ছিলোনা। কিন্তু সাবাব শুরুতে নেমে পড়ে। তাঁর দেখাদেখি আসিফ এবং অরিত্রও নেমে পড়ে গোসলে। শুরুতে ঢেউ বেশি ছিলোনা। কিন্তু হঠাৎ বড় ঢেউ আসতে শুরু করে, তাঁরা উঠে আসার চেষ্টা করেছে কিন্তু পারেনি।
বিষয়টি নিয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, তাঁরা নিজ উদ্যোগে কক্সবাজারে ঘুরতে গেছে। বীচে নামার পর আর উঠে আসতে পারেনি। একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। সেখানকার পুলিশের সাথে কথা বলেছি, তাঁরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।