দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ভোট যুদ্ধে নেমে, স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নিজেই নিজেকে ভোট দিতে পারলেন না। ভোট দিতে না পারার কারণ, তিনি এই আসনের ভোটার নন। তিনি গাজিপুরের ভোটার।
এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ভোটার হতে হবে এটা যদি বড় বিষয় হতো, তাহলে কেউ ভোট করতে পারত না। আমি এ দেশের নাগরিক এটাই সবচেয়ে বড় বিষয়।
বিষয়টি নিশ্চিত করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মাহিয়া মাহি তানোরের ভোটার না।নির্বাচনী আসনে ভোটার হতেই হবে এমন নয়।