বলিউডের সবচেয়ে স্বাস্থ্যসচেতন ও জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তাকে খুব একটা কথা বলতে দেখা না গেলেও, সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন এ অভিনেতা।
স্ত্রী সম্পর্কে অক্ষয় বলেন, “আমি একজন অশিক্ষিত। পরিবারে শুধু টুইঙ্কেলেরই বুদ্ধি আছে।” এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিকেটার শিখর ধাওয়ানের চ্যাট শো ‘ধাওয়ান করেঙ্গে’-তে উপস্থিত হয়ে অক্ষয় এ কথা বলেন।
অক্ষয় আরোও বলেন, “কেউ যদি ভালো জীবনসঙ্গী পায় তাহলে তার জীবন পুরোই বদলে যায়। আমি ভাগ্যবান। কারণ স্ত্রী ও মা হিসেবে টুইঙ্কেল খুবই ভালো।”
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে অভিনয় জীবন বেছে নিলেও বিয়ের পর সেখান থেকে নিজেকে সরিয়ে নেন টুইঙ্কেল। এরপর পড়াশোনা ও লেখালেখিতে নিজেকে ব্যস্ত রাখেন।