ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের মধ্যে থেকে যোগ্য ও পরিছন্ন ইমেজের ব্যক্তিকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৪ আগষ্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে তারা।
এসময় ‘শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই’, ‘বাইরে থেকে ভিসি হিসেবে কাউকে দেখতে চাইনা’, ‘খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে উপাচার্য হিসেবে চাইনা’ ইত্যাদি লেখা সংবলিত প্লা-কার্ড দেখা যায়। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, ‘বাইরে থেকে কোন উপাচার্য আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক গুণী স্যার আছেন তাদের মধ্যে একজনকে আমাদের উপাচার্য হিসেবে দেখতে চাই। বিগত দিনগুলোতে দেখা গেছে, স্বৈরাচারী এজেন্ট বাহির থেকে উপাচার্য নিয়োগ দেওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়কে কলুষিত করেছে। এজন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এমন একজনকে উপাচার্য হিসেবে চাই, যিনি হবেন ক্লিন ইমেজের অধিকারী এবং শিক্ষার্থীবান্ধব।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৮ই আগস্ট দুপুরে ই-মেইলের মাধ্যমে শিক্ষাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন উপাচার্য। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন তিনি।
আরএ//