নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় কলকাতার রাজপথ বিক্ষোভে উত্তাল, এবং প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। সাধারণ মানুষের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনেক তারকা। এবার এই অপরাধের তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আরজি করের ঘটনার বিচার চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আনুশকা শর্মা। তিনি লেখেন, ‘এবার আপনার অজুহাত কী হবে? এবারও কী তার দোষ? কারণ পুরুষরা তো পুরুষ হবে, তাই না?’
৯ আগস্ট ভোরে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
এমএ//