এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীকে চোর উপাধি দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভায় নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে তোলা একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এই মন্তব্য করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৭ তম সিন্ডিকেট সভার আয়োজন হয়। সিন্ডিকেট সভায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে পাশাপাশি বসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেসব পোস্টে শিক্ষার্থীরা রেজিস্টার আলমগীর চৌধুরীকে চোর বলে একাধিক কমেন্ট করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজের পোস্টে ইমরানুল হাসান ইমন নামের এক শিক্ষার্থী ‘রেজিস্ট্রার আলমগীর একটা চোর ‘ লিখে মন্তব্য করেন। এ ছাড়াও, সবুর খান নামের এক শিক্ষার্থী ‘ চোর আলমগীর যে! এ কবে যাবে ‘ এবং মো. সোহেল রানা নামের অপর এক শিক্ষার্থী ‘রেজিস্ট্রার কে হটানো যায় না?’ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, রেজিস্ট্রার আলমগীর চৌধুরীর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দুদকের অনুসন্ধান চলছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের এপ্রিলের ৩০ তারিখ পযন্ত ৮৬ কার্যদিবসের মধ্যে ৫৩ দিনই অনুপস্থিত ছিলেন তিনি।
বিএন/আরএস