দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নির্দলীয় ও আন্তর্জাতিক মানের উপাচার্যের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই প্রতীকি অনশন কর্মসূচি পালিত হয়।
প্রতীকী অনশন কর্মসূচির শুরুতেই দুইজন শিক্ষার্থী প্রধান ফটক সম্মুখে শুয়ে পড়েন।তাদেরকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন অন্য শিক্ষার্থীরা।
বক্তব্য প্রদানকালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মো.কাওসার আহমেদ বলেন,আজকের এই প্রতীকি অনশন দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা সাধারণ শিক্ষার্থীরা নির্দলীয় এবং আন্তর্জাতিক মানের উপাচার্য চাই।যেই উপাচার্যের আন্তজার্তিক মানের গবেষণা রয়েছে। যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সঠিক উদ্দেশ্য বাস্তবায়ন করবেন।যিনি সকলকে নিয়ে হয়ে উঠবেন সকলের মধ্যেমনি, হয়ে উঠবেন হাবিপ্রবির সার্বজনীন উপাচার্য। যদি হাবিপ্রবিতে আন্তর্জাতিক মানের উপাচার্য দেওয়া নাহয় তাহলে আমরা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।সেখানে তিনি শাবিপ্রবি, নোবিপ্রবি এবং বেরোবি উপাচার্যের উদাহরণ টেনে বলেন এমন উচ্চমানের শিক্ষা ব্যাক্তিত্বকেই আমরা উপাচার্য হিসেবে চাই।এবং উপাচার্য নিয়োগের বিষয়ে আমরা মাননীয় উপদেষ্টা মন্ডলীদের ওপর পূর্ণ আস্থা রাখছি।তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আমাদের প্রত্যাশা পূরণ করবেন।
তিনি আরো বলেন,দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কার অসম্ভব। বিশ্ববিদ্যালয়কে প্রকৃত সংস্কার করে আন্তর্জাতিক মানের করতে পারলেই কেবলমাত্র রাষ্ট্র সংস্কার সম্ভব। আমি বিশ্বাস করি, ক্যাম্পাস সংস্কারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন উপাচার্যের বিকল্প নেই।হাবিপ্রবিতে উপাচার্য হিসেবে যাকেই নিয়োগ দেওয়া হোক না কেন উনি যেন কোন দলের গোলাম না হয়। সৎ নিরপেক্ষ ও যোগ্যতার ভিত্তিতে ভিসি নিয়োগ হোক।