গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনের জন্য মোহাম্মদ সাদিকের নাম ঘোষণা করেন।
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পরই গত বুধবার মোহাম্মদ সাদিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। গত বুধবার দুপুরে তিনি সুনামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে সমাবেশে মিলিত হন। এতে জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এর মাধ্যমে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, লঙ্ঘন করেছেন।
অবশ্য সাদিকের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। শনিবার এ বিষয়ে তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন না হয় যে জন্য কার্যকর পদক্ষেপ নিতে মোহাম্মদ সাদিককে অনুরোধ করা হয় চিঠিতে। একই সঙ্গে আগামী সোমবার সকাল ১১টায় তিনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।