তিনি বলেন, প্রধানমন্ত্রী যাদের অনুরোধ করেছেন তারাই পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অনুরোধে পদত্যাগ করা উপদেষ্টারা হলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী।
তিনি জানান, পদত্যাগ পত্র কার্যকর হওয়ার পর থেকে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। তিন উপদেষ্টার পদত্যাগের কথা জানালেও প্রধানমন্ত্রীর বাকি তিন উপদেষ্টা সালমান এফ রহমান , সজীব ওয়াজেদ জয় এবং তারেক সিদ্দিকির পদত্যাগ পত্রের বিষয়ে কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে, গতকাল সন্ধ্যায় পদত্যাগ পত্র জমা দেন তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও তিন উপদেষ্টা। পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল।