কোনোরকম আগাম সতর্কবার্তা ছাড়াই তিস্তা নদীতে পানি ছেড়েছে ভারত। দার্জিলিংয়ের সেবকের কালিঝোড়া ড্যাম থেকে সোমবার দুপুরে পানি ছাড়ে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর।
সোমবার (৮ জানুয়ারি) এ ব্যারেজ দিয়ে প্রায় দেড় লাখ কিউসেক পানি ছাড়া হয়। এতে বাংলাদেশের তিস্তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যার শঙ্কা তৈরি হয়েছে । শীতকালে সাধারণত এ ব্যারেজ খোলা হয় না। তবে এবার শীতকালেই ব্যারেজের লকগেট খোলা হল। যদিও এ বিপুল পানি ছাড়ার কারণ জানায়নি কর্তৃপক্ষ।
পানি ছাড়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পশ্চিমবঙ্গ সরকারের ফ্লাড কন্ট্রোল সেন্টারে বারবার ফোন করা হলেও কোনো জবাব মেলেনি। শীতের মৌসুমে এত পানি ছাড়ার ঘটনা কার্যত বিরল। এতে অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ভারত ও বাংলাদেশের তিস্তার বিস্তীর্ণ অংশে।