দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশের বিনোদন এবং ক্রীড়া জগতের তারকারাও। রুপালি পর্দায় আলো ছড়ানো কিছু তারকা আলাদা করে নজর কেড়েছেন। এর আগে কোনো নির্বাচন নিয়ে তারকাদের এমন আগ্রহ দেখা যায়নি। অনেকে নৌকার টিকেট চেয়েও পাননি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে এবার লড়াই করবেন চিত্রনায়ক ফেরদৌস ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে মনোনয়ন বঞ্চিত তারকারা এখনও আশা ছাড়ছেন না।
মাগুরা-১ আসনে নির্বাচনী লড়াইয়ে নৌকার মাঝি হয়েছেন ক্রিকেট তারকা ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা-১০ আসনে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন আরো একঝাঁক তারকা। অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, শাকিল খান, মাসুম পারভেজ রুবেল, সিদ্দিকুর রহমানসহ অনেকেই সরকার দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে লড়বেন। অন্যদিকে, নায়ক শাকিল খান বাগেরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলেও পরে সিদ্ধান্ত বদলেছেন।
এদিকে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। পাবনা-২ আসন থেকে ভোটে দাঁড়াবেন এই শিল্পী।