আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নতুন করে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি ৮৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিক নির্দেশনা দেবেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি নির্বাচনী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিব, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিক-নির্দেশনা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৮৩৮ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হলো।