ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ কমিটির নির্বাচন মাধ্যমে প্রার্থীতা দেওয়া হয়েছে। তিতুমীরস্থ অন্যান্য জেলা ছাত্রকল্যাণের কমিটির ন্যায় গঠন না করে, নির্বাচনের মাধ্যমে পাঁচটি পদে কমিটি ঘটন করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শেখ কামাল প্রশাসনিক ভবনের তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে কমিটি নির্বাচন করার হয়েছে।
তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ প্রতিষ্ঠাতা উপদেষ্টা আব্দুল্লাহিল মাছুম (কাঞ্চন) ও হাফিজুল্লাহ হিরা এবং আয়োজক হিসেবে ছিলেন মো: তানভীর খান, মোবারক, সাইফুল ও জারিফ রায়হান।
ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা মন্ডলী হাফিজুল্লাহ হিরা বলেন, “ঢাকার মধ্যে একমাত্র তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এক ঐতিহাসিক দৃষ্টান্তমূলক দেখিয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কলেজ ছাত্র সংখ্যায় আর কোথাও নাই। এখানে নেনৃত্ব দেওয়া অনেক কঠিন ও জটিল। আপনারা যারা প্রার্থী হয়েছেন জয় পরাজয় মেনে নিন। আমি আবারও বলছি সংঘটের জন্য কাধের কাধ মিলিয়ে কাজ করার আহ্বান করেন।”
ভোট গণনার পর, উপদেষ্টা মন্ডলী হাফিজুল্লাহ হিরা উপস্থাপন করেন কে কত ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন । উপস্থিতি ভোটার সংখ্যা ছিল ১০৯ জন।
সভাপতি পদপ্রার্থী পদে নাজমুল হক ৫৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। আরোও সভাপতি পদপ্রার্থী
মো: শরীফ মিয়া ২৪ ভোট, দেলোয়ার হোসেন জনি ২৮ ভোট পেয়েছে ।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী পদে রায়হান মিয়া ৬৯ ভোট পেয়ে জয়ী হয় ।পদপ্রার্থী অন্যরা মোজাম্মেল ১৩ ভোট, আরমান ২৭ ভোট পেয়েছে।
সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী পদে ইশতিয়াক আহমেদ ৫৯ ভোট পেয়ে জয়ী হয় । আরোও পদপ্রার্থী মুহিতুল ইসলাম মুন্না ৫ ভোট, ছাবেদ হোসেন অনিক ২১ ভোট, শহিদ হাসান সুমিত ২৪ ভোট পেয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী পদে জাহিদুর রহমান ৪৪ ভোট জয়ী হয়। সোলাইমান নাগিব ২৩ ভোট, হাসিবুল ইসলাম প্রান্ত ৪১ ভোট পেয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী পদে আব্দুল্লাহ আল মামুন ৮২ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। ও পদপ্রার্থী এম এইচ মিজান ২৫ ভোট পেয়েছে।
সভাপতি নাজমুল হক বলেন, “আপনারা আমাকে যে ভালোবাসা দিছেন, যা ছিলো আমার প্রত্যাশার বাইরে! আপনাদের ভালোবাসা ভুলবো না! সবার সাথে মিলে মিশে কাজ করবো ইনশাআল্লাহ! সবার প্রতি কৃতজ্ঞতা।”
সিনিয়র সহ সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, আমার কল্পনাতীত ভোট এবং সমর্থন আপনাদের কাছ থেকে পেয়েছি। আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ-ই ধারা অব্যাহত রাখা এবং নিজ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় নিজ পদের জায়গা থেকে সৎ ভাবে কাজ করবো ইনশাআল্লাহ। অতিতের সকল নিয়ম ভেঙ্গে এ-ই প্রথম তিতুমীর কলেজ এ কোনো ছাত্রকল্যাণ নির্বাচন এর মাধ্যমে হয়েছে। প্রত্যেকে তার নিজের ভোটাধিকার ফিরে পেয়েছে।
উল্লেখ্য, বাকি পদ গুলো আগামী ১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে।