নির্বাচনের নির্দিষ্ট সময়সূচির অনুপস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তাহের বলেন, “জামায়াতে ইসলামী কেবল নিজেদের স্বার্থে নয়, সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে নির্বাচন ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার চায়। আমাদের মূল লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্বাচনি টাইমলাইন না থাকায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হলে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন আয়োজন জরুরি। বর্তমানে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠছে, যা নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করছে।”
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “সংস্কার সংক্রান্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, আশা করি আলোচনার মাধ্যমে সেগুলোতে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।”
তিনি আরও যোগ করেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়; এটি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অন্যান্য শক্তির সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব।”