প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই বিশাল জয় পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেট মাঠে ফেরার জন্য লড়াই শুরু করেছেন সাকিব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য আপাতত নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। একারনে সোমবার (০৮ জানুয়ারি) ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরু করেছেন তিনি।
মূলত অনুশীলনের জন্যই রাতে মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সাকিব।সোমবার (৮ জানুয়ারি) আনুমানিক দুপুর ৩টার দিকে মিরপুরে আসেন তিনি। এদিন ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন তিনি। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আঙুলের চোটে ছিটকে যাওয়ার পর এই প্রথম ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল সাকিবকে।
সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে মাঠে ফিরবেন সাকিব। এবারের আসরে নেতৃত্ব দেবেন রংপুর রাইডার্সকে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।