আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে আগামী দিনে বিএনপির নাম-নিশানাও থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র ও শেখ ফজলুল হক মণির ছোট ছেলে শেখ ফজলে নূর তাপস।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে। বিএনপির সমর্থক ছিল যত রাজাকার, আল-বদর, আল-শামস। জিয়াউর রহমান যখন পার্টি গঠন করছে তখন ফখরুল ইসলাম, খোকা, মান্না ছাত্র ইউনিয়ন করতো। এটা নিয়েই সে বিএনপি করছে। এদের উদ্দেশ্য হলো বঙ্গবন্ধু ও এদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ানো।
তিনি আরো বলেন, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। তোমরা ইলেকশনে আসো বা না আসো। তোমরা সত্তরেও আসো নাই। তাতে কী হয়েছে? মওলানা ভাসানীর ওই দলটা এখন আছে? এই দলই তো নাই। একইভাবে এবার যদি বিএনপি নির্বাচনে না আসে, তাহলে ইনশাআল্লাহ সামনের দিনে তোমাদের নাম-নিশানা-ঠিকানা থাকবে না।