নির্বাচনে সরাসরি অংশ নেওয়া নারীর সংখ্যা বাড়ছে। এবার আওয়ামী লীগ ২৯৮ আসনের ২৪টিতে দিয়েছে নারী প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, ড. শিরীন শারমিন চৌধুরী ও ডা. দীপু মনিসহ এবারের নির্বাচনে নৌকা মার্কা ভোটে আসছেন ২৪ নারী নেত্রী। যা গতবারের চেয়ে ৬ জন বেশি। এদের মধ্যে ১৭ জনই বর্তমান সংসদের সদস্য।
এর মধ্যে গাজীপুরের ৫ আসনের ৩টিতেই নারী প্রার্থীতে আস্থা রেখেছে আওয়ামী লীগ। গাজীপুর-৪-এ তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫-এ মেহের আফরোজ চুমকি এবং গাজীপুর-৩-এ নৌকা পেয়েছেন রুমানা আলী। ১০ বছর পর ঢাকার কোনো আসনে নারী প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট সানজিদা খানম।
তবে রাজনীতিতে নারী নেতৃত্বের সুযোগ বাড়লেও, একে যথেষ্ট মনে করছেন না নারী অধিকার কর্মীরা। তাঁরা বলছেন, আওয়ামী লীগের ২৯৮ আসনের বিপরীতে ২৪ নারী, মোট প্রার্থীর মাত্র ৮ শতাংশ। এ ছাড়া গতবারের তুলনায় এবার বেড়েছে মাত্র ৬ জন।