বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ জন্য দলটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল, জোট ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসছে। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আজ ১২-দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
বিএনপির নীতিনির্ধারকেরা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঐকমত্য তৈরির চেষ্টা হবে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে বিএনপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে আলোচনার দরজা খোলা রাখা হয়েছে। স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, এনসিপির দুজন সদস্য বর্তমানে সরকারের সঙ্গে যুক্ত থাকায় তাদের সঙ্গে আলোচনা করা হবে কি না, তা ভেবে দেখা হচ্ছে।
১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির নতুন করে দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ শুরু হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিলেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটির ‘কাটঅফ টাইম’ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরেও যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সঙ্গেও আলোচনা হবে। বিএনপি আশা করছে, দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলে সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাধ্য করা যাবে।