নির্বাচন কমিশন পুনর্গঠন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২১ মে) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় এই কর্মসূচি। বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন দলটির কলাবাগান থানা শাখার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
বিক্ষোভকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন ও তার আশপাশ এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় পাঁচ স্তরের নিরাপত্তা বলয়।
ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়, এবং সতর্ক অবস্থানে ছিল পুলিশ, কোস্ট গার্ড, র্যাব, বিজিবি ও সেনাসদস্যরা।
এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
সেই সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের জন্য গঠিত প্রস্তাবিত সংস্কার কমিশনের সুপারিশ অবিলম্বে বিবেচনায় নিয়ে ইসি পুনর্গঠন করতে হবে। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।