পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর সার্বক্ষণিক নিরাপত্তা চেয়ে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন তিনি।
নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ডলি সায়ন্তনী বলেন, ‘নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন হুমকি পাচ্ছি। মুঠোফোনে কল দিয়ে ও খুদে বার্তা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। (আজ সোমবার) প্রতীক বরাদ্দের পর গাড়িতে উঠতে না উঠতেই হুমকি পেয়েছি। আমাকে নির্বাচনের মাঠে যেতে নিষেধ করা হচ্ছে। তাই নিরাপত্তা চেয়েছি। আশা করছি, নিরাপত্তা পাবো।’
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রার্থীর আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’