রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রসহ সারা দেশের অনেক কেন্দ্র পরিদর্শন করেন পর্যবেক্ষকরা। এ সময় কথা বলেন ভোটারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে।পরে সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে মন্তব্য করেন তারা।
আমেরিকার পর্যবেক্ষক দল বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন খুবই দক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে।
রাশিয়ার পর্যবেক্ষকরা বলেছেন, ভোটের সুস্থ পরিবেশ প্রমাণ করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হচ্ছে। নির্বাচনে তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা ছিল।
ফিলিস্তিনের সিইসি বলেন, ‘অন্যান্য দেশের ভোটের অভিজ্ঞতায় বাংলাদেশের ভোট দেওয়ার পদ্ধতি অনেক ভালো ছিল। ‘আমরা ভালো নির্বাচনী প্রক্রিয়া দেখেছি, কোনো সহিংসতা চোখে পড়েনি।
নির্বাচন পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির পর্যবেক্ষকরা। নির্বাচনী পরিবেশ দেখে তারা সন্তুষ্ট।
এদিকে জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষক দল ভোট শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।