জবি প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার (৩১ শে ডিসেম্বর) জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর, বাদামতলী ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।
লিফলেট বিতরণ শেষে শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান গনতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার রক্ষা ও সাধারণ জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য “ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক” দিয়েছেন সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আমরা ধারাবাহিক ভাবে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছি এবং করছি। অবৈধ, মাফিয়া, ফ্যাসিস্ট, ভোটারবিহীন নিশিরাতের সরকার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, অর্জিত গনতন্ত্র ছলে,বলে, গুম,খুনও নির্যাতনের মাধ্যমে সবকিছুই হত্যা করেছে। সকল রাষ্ট্র যন্ত্রকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। প্রশাসনকে একমাত্র নিজের রক্ষী বাহিনী হিসেবে ব্যবহার করছে। সাধারণ মানুষ এখন সচেতন। তারা ৭ তারিখের প্রহসনের নির্বাচন মানে না। দেশের এই সংকট উত্তরণের জন্য অবৈধ তফসিল বাতিল,সিইসি’র পদত্যাগ ও ফ্যাসিস্ট সরকারের পতনই একমাত্র সমাধান। স্বাধীন সার্বভৌম দেশের এই সংকট নিরসন না হওয়া পর্যন্ত, সাম্য ও মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ভোট চাওয়ার যেমন অধিকার আছে, তেমনি একতরফা বা ত্রুটিপূর্ণ নির্বাচনে না যাওয়ার, ঐ ভোট বয়কট করার এবং জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানোর অধিকারও রাজনৈতিক দলগুলোর রয়েছে। ডামি নির্বাচন কমিশন সেই অধিকার খর্ব করেছে। হারানো বাংলাদেশ ফিরে পেতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও অন্যান্য গণতন্ত্রকামী বিরোধী দলগুলো যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন,তা সফল করে অবৈধ সরকারকে বিতাড়িত করে, নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন পরিচালনার জন্য, আগামীর প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার সর্বোচ্চটা দিতে প্রস্তুতি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ সভাপতি- এম এ ফয়েজ, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সহ সাধারণ সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ। সহ সাংগঠনিক সম্পাদক- নাইমুর রহমান দুর্জয়,ইমন, মাহবুব আলম, ফয়সাল মুরাদ,রাহাত, মেহেদী,আয়াত,সোহেল, সদস্য- রায়হান ,আনোয়ার আফনান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো. জুনায়েত শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি