জবি প্রতিনিধি:
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শুক্রবার (৫ জানুয়ারি ) সকাল ৯টায় নয়াবাজার থেকে বাবুবাজার ব্রিজে জবি ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শেষে জবি ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন, ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, সাধারণ মানুষের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বাস্তবতা ফিরিয়ে আনার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান যে বার্তা দিয়েছেন সেটা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ধারাবাহিকভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি। অবৈধ ফ্যাসিস্ট সরকার অবৈধ, তামাশা ও প্রহসনের একদলীয় নির্বাচনকে বৈধ করার জন্য সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী সহ সবাইকে তাদের সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের দ্বারা বল প্রয়োগ করে, হামলা-মামলার ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে নিতে চায়। কিন্তু সাধারণ মানুষ এখন সচেতন, তারা না খেয়ে থাকলেও এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনকে অনেক আগেই বর্জন করেছে।
লক্ষ মানুষের রক্তে অর্জিত এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করার জন্য সাম্য ও মানবিক, স্বনির্ভর, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সবাইকে এই প্রহসনের নির্বাচনকে বর্জন করার আহ্বান জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি এম এ আবু ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান,
সহ সাংগঠনিক সম্পাদক ইমন, মাহবুব আলম, ফয়সাল, রাহাত, মেহেদী, সজিব, আয়াত, সদস্য শিহাব, তাজুল, আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো. জুনায়েদ শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়