আজ মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
গতকাল সোমবার ২৯ জুলাই কোটা আন্দোলনে মৃতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। কোটা আন্দোলনকে ঘিরে জুলাই মাস জুড়ে চলছে তান্ডব। এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকে গণমাধ্যমে হতাহতের সংখ্যা প্রকাশ করলেও সরকারের তরফ থেকে এই প্রথম মৃতের সংখ্যা জানানো হলো। অবশ্য বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ মারা গেছেন। শিক্ষার্থী, সাধারণ মানুষ, এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মৃত্যুবরণ করেছে।
মৃত সকল শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্মরণে আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।