মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে নেপালকে ৫২ রানে অলআউট করে জয় পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৫২ রান সংগ্রহ করে নেপাল। বাংলাদেশের জান্নাতুল মাওয়া ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন, আর ফাহমিদা ছোঁয়া ৪ ওভারে ৭ রান খরচায় ১ উইকেট পান। নেপালের পাঁচটি উইকেট রান আউটের মাধ্যমে পতন হয়।
মালয়েশিয়ার ম্যাচে নেপালের কেবল ওপেনার সানা পারভীনই কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হন। ৩২ বল খেলে ১৯ রান করে মাওয়ার বলে বোল্ড হন সানা। অন্যদিকে, সীমানা কেসি ১৬ বল খেলে ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
এদিন জয় পেতে বাংলাদেশকে মাত্র ২.৬৫ রান প্রতি ওভারে প্রয়োজন হবে। তাদের পরবর্তী ম্যাচে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
বিএন