নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশ পানি বিদ্যুৎ আমদানি করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নেপালের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। এ বিষয়ে শিগগিরই নেপাল ও ভারতের সঙ্গে বাংলাদেশ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা।
এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা জানান,
“ পানি বিদ্যুৎ আমদানি ও রফতানির চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতিনিধি দল শিগগিরই নেপাল সফর করবে। ”
উল্লেখ্য, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি তার উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য পেশ করেন।
তিনি বলেন,
“এই দিনটি আমাদের গণতন্ত্র, দেশপ্রেম এবং বৈচিত্রের নেপালি চেতনার কথা মনে করিয়ে দেয়। নেপালি জনগণ তাদের রাজনৈতিক সমস্যা এবং মতপার্থক্য নিজেরাই সমাধান করতে পারে সেই সক্ষমতার সাক্ষ্য দেয়।”
পাশাপাশি, নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হবে বলেও ঘনশ্যাম ভান্ডারি।
বিএন