টাঙ্গাইলের মধুপুরে একটি ওষুধের দোকানে নেশার ওষুধ বিক্রি না করার ঘটনায় হামলা ও ভাংচুর চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টায় মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোহাগ ফার্মেসীতে।
জানা যায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি চেতনানাশক নেশার ওষুধ কিনতে ফার্মেসিতে আসেন। কিন্তু সোহাগ ফার্মেসীর মালিক মো. ফজলুল হক (৫২) তাদের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ না দেওয়ার কথা বলেন। এর পরই ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট শুরু করে।
ফার্মেসীর মালিক মো. ফজলুল হক জানান, হামলাকারীরা মাহফুজ, সোহাগ, জুয়েল, সুলতান, নাদিমসহ ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। তারা ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটপাট করে। এ সময় বাজারের লোকজন এসে শোরগোল শুনে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হামলাকারীরা সান্দার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে মধুপুরের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করেন এবং সবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ওষুধ ব্যবসায়ীরা সমাবেশে অংশ নেন।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, “ঘটনার পর মধুপুর থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”