সুমাইয়া আক্তার
নিজস্ব প্রতিনিধি:
‘একফোঁটা রক্ত অনেকের জীবন’—এই মহান প্রত্যয়ে নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে বাঁধন, নোয়াখালী সরকারি কলেজ ইউনিট বিভাগীয় জোন-২ কর্তৃক আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি আশেপাশের এলাকার অনেক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের শুধুমাত্র রক্তের গ্রুপ জানিয়েই ক্ষান্ত হননি তারা, বরং থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং মৌখিক সচেতনতামূলক বার্তা প্রদান করেছেন।
এই কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং থ্যালাসেমিয়ার মতো জটিল রক্তজনিত রোগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা।
বাঁধনের এক স্বেচ্ছাসেবক জানান, আমরা প্রায় এই ধরণের ক্যাম্পেইন করে থাকি। আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে আগ্রহ দেখি এটাই আমাদের সাফল্য।
শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সচেতন নাগরিকেরা এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এমন কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করবে এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করবে।
উল্লেখ্য, বাঁধন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদানের মতো মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। আজকের এ আয়োজন তারই একটি সফল ও প্রশংসনীয় দৃষ্টান্ত।