রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে নিখোঁজের পর তাদের মৃতদেহ ভেসে উঠেলে একে একে মরদেহ গুলো উদ্ধার করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টায় চর খানপুর দুজনের মরদেহ ভেসে উঠে। একই রাতে আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার সবুজ (২০), রাজু (২২), মোহাম্মাদ আলী (৩৮) এবং ফারুক (১৯)। এর আগে রোববার (১ সেপ্টেম্বর) একটি ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক নদী পাড় হতে চেষ্টা করে। মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১২ জন সাঁতার কেটে প্রাণ বাচাতে পারলেও চার জন নিখোঁজ হন।
বিকে/আরএ//