বাগেরহাট-৩ আসনের নৌকার প্রার্থী হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। আর এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলার সহসভাপতি ও সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার চায়না মার্কেটের চায়ের দোকানে বসা ছিলেন নৌকার কর্মীরা। এ সময় ঈগল প্রতীকের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এসে দোকানে বসে থাকা নৌকা প্রতীকের কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে নৌকার চারজন কর্মী আহত হন। এ ঘটনায় আহত নৌকার চার কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।
নৌকার প্রার্থীর সমর্থকদের উপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলার ঘটনায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।