গাজীপুর-১ (কালিয়াকৈর-সদর একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ১৯ জন প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর-একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক রাসেলের অভিযোগের প্রেক্ষিতেই ১৯ প্রিসাইডিং কর্মকর্তাকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এই ১৯ কর্মকর্তা নৌকার পক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছিলো।
তাদের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘নির্বাচনের জন্য প্রিজাইডিং কর্মকর্তা যা প্রয়োজন তার চেয়ে বেশি প্রশিক্ষণ দেয়া হয়। যাতে কেউ হঠাৎ অসুস্থ বা অন্য কোনো অসুবিধা থাকলে পরিবর্তন করা যায়। তাই যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের দায়িত্ব না দিয়ে রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’