নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের চরাঞ্চলের চর কেওয়ারে নৌকা প্রতীকের সমর্থন করায় চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হাওলাদার এ মারধরের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম ওমর ফারুক হাওলাদার (৫২)। তিনি ওই এলাকার মান্নান হাওলাদারের ছেলে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ গুহেরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
ফারুক অভিযোগ করে জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নৌকার সমর্থক হিসেবে নির্বাচনের প্রচারে অংশ নেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক (চাচাতো ভাই) দলবল নিয়ে সকালে তার বাড়িতে অতর্কিত হামলা চালান। তিনি ঘর থেকে বেরিয়ে এলেই লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।