মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদরের একাংশ) আসনে নৌকায় ভোট না দিলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। এমনকি তাঁদের তিনি গুলি করারও হুমকি দিয়েছেন। এই আসনে নৌকার প্রার্থী হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হুমকি দেওয়া ব্যক্তির নাম আলী ইস্কান্দার। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক। খোঁজ নিয়ে জানা যায়, বিকেল চারটার দিকে ইরকা গ্রামে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মদের অনুসারী আবদুর রাজ্জাক, মো. মিনহাজ, আমিনুর রহমান, শাহিনুর রহমান, মো. মানিকসহ কয়েকজন যুবক ট্রাক প্রতীকে ভোট চেয়ে ছোট পোস্টার বিতরণ করছিলেন। এ সময় সেখানে একটি প্রাইভেট কার নিয়ে উপস্থিত হন আলী ইস্কান্দার। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হাত কেটে নেওয়াসহ নানা হুমকি-ধমকি দেন।