নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌসকে হেফাজতে নিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি তাঁদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকেও হেফাজতে নিয়েছে নৌবাহিনীর সদস্যরা।
গতকাল শনিবার আনুমানিক রাত তিনটায় নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁদের হেফাজতে নেন। মোহাম্মদ আলী সাবেক সংসদ সদস্য ছাড়াও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
নৌবাহিনী হাতিয়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার রেদওয়ানুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন “জনগণের স্বার্থে সাবেক দুই সংসদ সদস্য ও তাঁদের ছেলে আশিক আলীকে হেফাজতে নেওয়া হয়েছে “। পরবর্তী সময়ে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
নাসিফ/এমএ//