বিতর্কিত ও আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ভারতের রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন, তবে তিনি সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি দীর্ঘকাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানান, অল্প সময়ে অর্থ ও তারকাখ্যাতি পেয়ে গিয়ে তিনি নিজের মূল্য বোঝেননি এবং এ কারণে বিপথে চলে যান, যা তাঁর ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি বলেন, “আমি সব দায় নিজেই স্বীকার করছি। আমি নিজের প্রতি যত্নবান ছিলাম না, তাই শ্রোতাদের অসাধারণ ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই ভুল আমার।”
নোবেল আরও উল্লেখ করেন, “তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে যাওয়ায় আমি পথভ্রষ্ট হয়ে পড়ি। আমি কোনো কিছুর প্রতি গুরুত্ব দিতাম না এবং যাকে তাকে অপমান করে কথা বলতাম। এটি আমার জন্য ঠিক হয়নি।”
চার বছরের বিরতির পর আবারও কাজে ফিরতে চলেছেন নোবেল। তিনি বলেন, “দীর্ঘ সময় পর কাজে ফিরে নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি। সেই চ্যালেঞ্জে সফল হতে নিজেকে সঙ্গে যুদ্ধ করছি। আশা করছি, এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব, কারণ এটি হারালে একদিন আমি কালের গর্ভে হারিয়ে যাব।”
নতুন গান ও ওটিটি প্ল্যাটফর্মের সিনেমায় খলনায়ক হিসেবে ফিরছেন নোবেল। উল্লেখ্য, ২০১৮ সালে কলকাতার রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। এর পর ‘অভিনয়’, ‘তোমার মনের ভেতর’, ‘মেহেরবান’ প্রভৃতি মৌলিক গানে নিজেকে প্রমাণ করেছেন।